নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে

সমকাল প্রকাশিত: ১৫ মে ২০২২, ১০:৪৩

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে' গতকাল শনিবার জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এর মধ্যে নাটোর, নড়াইল ও চট্টগ্রামে কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। নাটোরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন।


গতকালের কর্মসূচিতে বিএনপি নেতারা বলেছেন, তাদের দল ভোটের মাঠে থাকবে; চোরের মাঠে থাকবে না। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ৮০ ভাগ আসন পাবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনা হবে। মামলা দিয়ে নেতাকর্মীদের ঘরে রাখা যাবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে এ সরকারকে বাধ্য করা হবে। একই সঙ্গে আগামী দিনে রাজপথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও