মাহিন্দার বিচার দাবিতে সোচ্চার বিক্ষোভকারীরা
শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। এ দাবিতে বিক্ষোভকারীরা নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবনের বাইরে অবস্থান নিয়েছে। এদিকে গতকাল শনিবার নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন রনিল। এদিন চার মন্ত্রী শপথ নিয়েছেন। এরপর ১২ ঘণ্টার জন্য দেশব্যাপী কারফিউ তুলে নেওয়া হয়। খবর এএফপি, এপি ও রয়টার্সের।
নতুন মন্ত্রীরা রাজাপাকসের দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা থেকে নিয়োগ করেছেন। অন্যদিকে রনিল বিক্রমাসিংহে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা। গতকাল প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এদিন পররাষ্ট্র, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র, নগর উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক মন্ত্রীরা শপথ নিয়েছেন।