ইল মাছ থেকেই ২২২ বছর আগে প্রথম ব্যাটারির ধারণা আসে! এখনও এ মাছ চিন্তা উস্কে দেয়

www.tbsnews.net প্রকাশিত: ১৩ মে ২০২২, ১৫:৪৬

বেশিরভাগ ইল কমবেশি ৬৫০ ভোল্টেজের বিদ্যুৎ উৎপাদন করে থাকে। অন্যদিকে, একটি একক লিথিয়াম-আয়নের সর্বোচ্চ ভোল্টেজ ৪.২।

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বে পোর্টেবল এনার্জি অর্থাৎ ব্যাটারির প্রয়োজনও বাড়ছে। ইতালীর পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ১৮০০ সালে প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। এটি তৈরিতে মৌলিক বৈদ্যুতিক রাসায়নিক নীতি (ইলেকট্রনের প্রবাহ) ব্যবহার করেছিলেন তিনি।


কিন্তু, ব্যাটারি তৈরির অনুপ্রেরণা তিনি পান কোথা থেকে?


টিমোথি জর্গেনসেন তার বই স্পার্ক: দ্য লাইফ অফ ইলেক্ট্রিসিটি অ্যান্ড দ্য ইলেক্ট্রিসিটি অফ লাইফ-এ উল্লেখ করেন, বৈদ্যুতিক ইল মাছ থেকেই ব্যাটারি তৈরির অনুপ্রেরণা পান ভোল্টা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও