ফরিদপুর জেলা আ.লীগের নতুন সভাপতি শামীম, সম্পাদক ইশতিয়াক
প্রথম আলো
প্রকাশিত: ১২ মে ২০২২, ২২:১১
ছয় বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে শামীম হক এবং সাধারণ সম্পাদক পদে শাহ্ মো. ইশতিয়াক আরিফকে বেছে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সম্মেলনের প্রধান অতিথি দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন।
শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে ভার্চ্যুয়ালি এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি সুবল চন্দ্র সাহা। সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন। নতুন সভাপতি শামীম হক সদ্য বিলুপ্ত জেলা আওয়ামী লীগ কমিটির সহসভাপতি ছিলেন। আর সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ছিলেন ওই কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।