১২ মার্চ, রাত সাড়ে ৯টা। বৃষ্টিভেজা রাতে রাস্তা জনহীন। তবু যাত্রীর প্রতীক্ষায় ফুটপাথ ঘেঁষে ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে চালক সুমিত ঘোষাল। আচমকাই তাঁর গাড়িতে সওয়ার দুই যুবক, এক তরুণী। পিছনের আসনে তরুণীর সঙ্গে এক যুবক বসেন। চালকের পাশে অন্য যুবক। তাঁদের নিয়ে গন্তব্যে পৌঁছনোর পরেই আবিষ্কার, পিছনের আসনে বসা যুবক খুন হয়ে গিয়েছেন! খুনি কে? সেই তরুণী? অরিন্দম শীলের ‘তিরন্দাজ শবর’-এর প্রচার ঝলক মুক্তি পেতেই রহস্যপ্রেমীদের মনে উঁকি দিচ্ছে প্রশ্ন।
You have reached your daily news limit
Please log in to continue
Tirandaj Shabor: খুনে জড়ালেন দেবলীনা, নাইজেলের সঙ্গে সম্পর্কেও! ‘শবর’-এর সন্দেহে বিধায়ক-কন্যা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন