জামালপুরে গুদামঘর থেকে ৪৩৩০ লিটার সয়াবিন তেল জব্দ
ঝটিকা অভিযান চালিয়ে জামালপুর শহরের দুজন ব্যবসায়ীর গুদাম ও ঘর থেকে চার হাজার ৩৩০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় এবং কিছু তেল বাজারমূল্যে বিক্রি করা হয়। আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোজ্য তেলের বাজারমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুদ বন্ধের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ব্যবসায়ী রঞ্জন কুমার সিংহের গুদামে অভিযান চালান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তেল ব্যবসা
- তেল সঙ্কট