অশনির দাপট শেষ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত নেই

ডেইলি স্টার আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ১২ মে ২০২২, ১২:৪৬

ঘূর্ণিঝড় অশনির দাপট ভারতে প্রায় শেষ হয়ে গেছে। ঝড়টি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে।


আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, 'অশনির দাপট অন্ধ্র প্রদেশেই শেষ হয়ে গেছে। তবে আজ দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে।'


আবহাওয়া অধিদপ্তরের ২০ নং বুলেটিনে বলা হয়েছে, ভারতের অন্ধ উপকূল এবং তৎসংলগ্ন স্থলভাগ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আকারে আজ সকাল ৬টায় উপকূলীয় অন্ধ্র প্রদেশের স্থলভাগ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও