You have reached your daily news limit

Please log in to continue


এক পরিবারেই ডুবল দ্বীপ

ভাই গোতাবায়াকে সঙ্গে নিয়ে শ্রীলংকার ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে রীতিমতো নায়ক বনে গিয়েছিলেন মাহিন্দা রাজাপাকসে। নিয়তির পরিহাস নয়, পরিবারতন্ত্রের দুঃখজনক ও নেতিবাচক পরিণতিতে আজ সেই মাহিন্দাই দ্বীপরাষ্ট্রের ধিকৃত খলনায়ক। ঐতিহাসিক জনরোষে হারিয়েছেন প্রধানমন্ত্রিত্ব, গণলাঞ্চনার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পালিয়ে এখন নৌঘাঁটিতে।

পরিবারের বাকি সদস্যদের ভাগ্যও ছুটছে সেদিকেই। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে এই দ্বীপের দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। খাদ্য ঘাটতি, জ্বালানি সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল দেশের সাধারণ মানুষ। এক পরিবারের বেশুমার ও বেসামাল দুর্নীতির সুনামিই ডুবিয়েছে দ্বীপটিকে। জনগণের খাদ্যের দাবি শেষমেশ পরিণত হয়েছে রাজাপাকসে ‘পরিবার হটাও’ আন্দোলনে। এক মাসেরও বেশি সময় ধরে পরিবারটির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্র। রাজাপাকসে পরিবার বিরোধী জ্বলন্ত এই অগ্নিকুণ্ডের উত্তাপে গোতাবায়াসহ বাকি সদস্যরা কতদিন দেশে থাকতে পারেন, সেটাই এখন দেখার পালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন