কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমের মধ্যে কূটনীতি কি এখনো সম্ভব?

প্রথম আলো রিচার্ড হাস প্রকাশিত: ১২ মে ২০২২, ১০:১৪

দুই মাস ধরে গণমাধ্যমের প্রধান মনোযোগের কেন্দ্র ইউক্রেন যুদ্ধ, কিন্তু এর মধ্যেই একটি বিষয় অনেক বেশি উপেক্ষিত থেকে গেছে। সেটা হলো এপ্রিলের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বন্দী বিনিময় করেছে। রাশিয়া তাদের কারাগারে তিন বছর ধরে বন্দী থাকা এক আমেরিকানকে (সাবেক নৌসেনা) মুক্তি দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশটির কারাগারে ১২ বছর ধরে বন্দী থাকা রাশিয়ার একজন বৈমানিককে (মাদক পাচারে অভিযুক্ত) মুক্তি দিয়েছে।  


এই বন্দী বিনিময়ের ঘটনা কেন গুরুত্বপূর্ণ? কেননা, এটা এমন এক সময়ে ঘটেছে, যখন ইউক্রেনে রাশিয়ার বর্বর আগ্রাসনকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল যুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। চলমান ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের সরাসরি জড়ায়নি, কিন্তু যুদ্ধের গতিপথ পরিবর্তনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অগ্রসর প্রযুক্তির সমরাস্ত্রের জোগান দিয়েছে। বুদ্ধি-পরামর্শ-গোয়েন্দা তথ্যের সঙ্গে সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। ফলে ইউক্রেন খুব সফলতার সঙ্গে রাশিয়ার বাহিনীকে প্রতিরোধ করতে ও পরাজিত করতে সক্ষম হচ্ছে। ন্যাটোকে শক্তিশালী করতে এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যুক্তরাষ্ট্র নানামুখী পদক্ষেপও নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও