![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2022/05/12/3cd0718162fdf66a46d12ad34dcd9f3b-627c75d90ff6c.jpg)
উৎসবের জন্য প্রস্তুত কান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ মে ২০২২, ০৯:২৪
১৭ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম বৃহৎ এ উৎসবের এবার ৭৫তম আসর। বিশ্বের নামীদামি তারকা ও অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত ভূমধ্যসাগরের তীর। উৎসবে স্বর্ণপামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি সিনেমা, আঁ সাঁর্তে রিগা শাখায় লড়বে ১৫টি। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।
রাশিয়ার সাংবাদিকেরা নিষিদ্ধ
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেনি এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রাশিয়ান সাংবাদিকেরা প্রেস স্বীকৃতির অনুরোধ করেছিলেন। কিন্তু উৎসব কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার অল্পসংখ্যক সাংবাদিক ও কলাকুশলীকে উৎসবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাঁরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কথা বলেছেন।