এবার গোতাবায়াকে সরাতে কারফিউ ভেঙে বিক্ষোভ
সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েও বিক্ষোভকারীদের থামাতে পারেনি শ্রীলঙ্কা সরকার। প্রেসিডেন্টের পদ থেকে গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে অনড় বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। গোতাবায়াকে ক্ষমতা ছাড়তে চাপ দিচ্ছে বিরোধী দলগুলোও।
এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সতর্ক করে বলেছেন, আগামী দুই দিনের মধ্যে নতুন সরকার গঠন না করা গেলে দেশের অর্থনীতি একেবারে ধসে পড়বে। দ্রুত রাজনৈতিক সমঝোতা না হলে পদত্যাগ করবেন তিনি।