![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F05%252F19%252F455f9b2363bf6624396f81d6aeffa710-591e564ac0ab4.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ভারতের কারা হাঁটছেন লালগালিচায়
বেশি দিন বাকি নেই। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। কয় দিন পরই বসছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। ঝলমলে এই আসরে চোখ থাকে লালগালিচার দিকে। বিভিন্ন দেশের তারকাদের বর্ণিল পোশাকে ঠাসা থাকে এই আসর।
এবারও তার ব্যতিক্রম হবে না। প্রতিবারের মতো এবারও ভারত থেকে অংশগ্রহণ করবে একঝাঁক তারকা।