‘জিরো কোভিড নীতি’ ছেড়ে দিলে দেড় মাসে ১৬ লাখ মৃত্যু ঘটবে চীনে
চীনে আক্ষরিক অর্থেই কোভিড সুনামি ঠেকিয়ে রেখেছে সরকারের ‘জিরো কোভিড নীতি’। যদি এই মুহূর্তে এ নীতি তুলে নেওয়া হয়—সেক্ষেত্রে আগামী মাত্র দেড় মাসে, অর্থাৎ জুলাই মাস শুরু হওয়ার আগেই করোনায় অন্তত ১৬ লাখ মৃত্যুর ঝুঁকি রয়েছে দেশটিতে।
এছাড়া একই সময়সীমায় দেশজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার ঝুঁকি থাকবেন কমপক্ষে ১১ কোটি ২০ লাখ ২০ হাজার মানুষ; এবং তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে ৫১ লাখ রোগীকে।