বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ সফর নয়: অর্থমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ১১ মে ২০২২, ১৭:১৯

বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ সফরে যেতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা যাচ্ছেন সেগুলো আগের অনুমোদন নেওয়া। সেগুলো আমরা অনুমোদন দিয়েছি। প্রধানমন্ত্রী এখন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে বিদেশ সফর নয়। যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে যাবেন, অন্যথায় যাবেন না। এটা কমানো হবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও