কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লোকেশন ট্র্যাকিংয়ের একাধিক ফিচার বন্ধ হচ্ছে ফেইসবুকে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ মে ২০২২, ১৯:৩১

ব্যবহারকারীর ‘রিয়েল-টাইম লোকেশন’ দেখা যায় এমন বেশ কয়েকটি ফিচার বন্ধ করছে ফেইসবুক। এসব ফিচারের ‘ব্যবহার কম’ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যমটি।


ফেইসবুকে বন্ধ হতে যাওয়া ফিচারগুলোর মধ্যে রয়েছে ‘নিয়ারবাই ফ্রেন্ডস’, ‘ওয়েদার অ্যালার্টস’, ‘লোকেশন হিস্টরি’ এবং ‘ব্যাকগ্রাউন্ড লোকেশন’।


এসব ফিচার বন্ধের বিষয়টি উঠে এসেছে প্রযুক্তি বিষয়ক সাইট ‘৯টু৫গুগল’-এর প্রতিবেদনে।


‘৯টু৫গুগল’-এর প্রতিবেদন বলছে, যারা এসব ফিচার ব্যবহার করেছেন, তাদের কাছে ফেইসবুকের তরফ থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় ফেইসবুক বলছে, আগামী ৩১ মে থেকে ফিচারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ডেটা সংগ্রহ বন্ধ করে দেবে এবং ১ আগস্ট থেকে সংরক্ষিত সকল ডেটা মুছে ফেলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও