ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলার সঙ্কেতে বোম্ব শেল্টারে পশ্চিমা কূটনীতিকরা
ওদেসায় সোমবার রাশিয়ার ছোড়া সাতটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এতে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে বলে নগরীর গভর্নর সেরহি ব্রাচুক জানিয়েছেন।
ইউক্রেইনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি শপিং সেন্টার ও একটি ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক টুইটে ওই পরিস্থিতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শিমাইহাইল, “ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সঙ্কেত বেজে ওঠায় আজ (শার্লে মিশেলের) সঙ্গে আমাদের দাপ্তরিক বৈঠক বিঘ্নিত হয়েছে, হামলাকারীরা ওদেসার কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে