সংবাদকর্মীদের পশ্চাৎদেশ দেখিয়ে ফাইনালে উঠেছিল ইতালি

প্রথম আলো প্রকাশিত: ১০ মে ২০২২, ১২:৪৪

জিনেদিন জিদানের ‘ঢুঁস কান্ডে’র জন্য ২০০৬ বিশ্বকাপ মনে রাখবেন অনেকে। শিরোপাজয়ী ইতালির নাম মনে রাখবে ইতিহাস। কিন্তু মানুষ কতটা মনে রেখেছে সে বিশ্বকাপের ইতালিকে?


জার্মানিতে এমনিতেই প্রচুর ইতালিয়ানের বসবাস আর সেবার বিশ্বকাপ অনুষ্ঠিতও হয়েছিল জার্মানিতে। ফাবিও কানাভারো-ফ্রান্সেসকো টট্টিদের হোটেলে প্রবাসী ইতালিয়ানরা গিয়ে আবেগে কেঁদে ফেলতেন, বিশ্বকাপ জিতে ইতালিয়ানদের আনন্দের চূড়ায় নিয়ে যাওয়ার অনুরোধ করতেন তাঁরা। মার্সেলো লিপ্পির সেই ইতালি কথা রেখেছিল।


কিন্তু কীভাবে সম্ভব হয়েছে সেটা? সে গল্পই বললেন ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ মার্সেলো লিপ্পি।


রোম বিশ্ববিদ্যালয়ে কাল কথা বলেন দুই বছর আগে কোচিং থেকে অবসর নেওয়া লিপ্পি। ফাইনালে ওঠার গল্পটা জানিয়েছেন ৭৪ বছর বয়সী এই সাবেক কোচ।


সেমিফাইনালে জার্মানিকে অতিরিক্ত সময়ের দুই গোলে ২-০ ব্যবধানে হারায় ইতালি। গোল করেছিলেন ফাবিও গ্রোসো ও আলেসান্দ্রো দেল পিয়েরো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও