You have reached your daily news limit

Please log in to continue


ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি ও দমকা হাওয়া

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে চলছে।

মঙ্গলবার (১০ মে) ভোরে সরেজমিন জেলার সদর উপজেলার মেঘনা নদীর পাড় মজুচৌধুরীহাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। তবে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক বলে স্থানীয়রা জানায়।

গভীর রাত থেকে জেলার ৫টি উপজেলায় মাঝারি বৃষ্টি ও মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড় 'অশনি' মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা যায়।


চার কালকিনির গ্রামের মো. হানিফ পেশায় মাছ শিকারি। তিনি বলেন, এখনও নদীর পানি স্বাভাবিক।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মোবাইল ফোনে জানান, ঘূর্ণিঝড় 'অশিন' মোকাবিলায় ইতিমধ্যে আমরা সকল প্রকার প্রস্তুতি নিয়েছি। নদীর পাড়ের মানুষদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন