পুরোনো মানেই ফেলনা নয় নতুনরূপে পুরোনো চেয়ার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ মে ২০২২, ১২:৩২
বাসাবাড়ির পুরোনো স্মৃতিময় টেবিল-চেয়ারগুলোর কী হবে, সেটা ভেবেছেন কি? চাইলে পুরোনো আসবাবগুলো নতুন কোনো কাজে লাগাতে পারেন।
তৈরি করুন স্টোরেজ বক্স
পুরোনো চেয়ার দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় টুকিটাকি জিনিস রাখার বাক্স। চেয়ারের পায়ার ফাঁকগুলো বোর্ড বা এ ধরনের কিছু দিয়ে বন্ধ করে নিচে একটা তলা লাগিয়ে নিন। এবার বসার জায়গার পাটাতনটা খুলে নিয়ে সেটাতে কবজা বসিয়ে দিলেই হয়ে যাবে ঢাকনা। বাক্সটি মনের মতো করে সাজিয়ে নিয়ে রাখতে পারেন আপনার বাথরুম বা বেডরুমে।