কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশজুড়ে ইভিএমে ভোটের সক্ষমতা নেই ইসির

সমকাল বাংলাদেশ নির্বাচন ভবন প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৮:১৯

সারাদেশের তিনশ সংসদীয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সক্ষমতা নেই নির্বাচন কমিশনের। সব আসনে ইভিএমে ভোট করতে হলে আগামী নির্বাচনের আগে ইসিকে বড় ধরনের চ্যালেঞ্জ নিতে হবে। তবে বিশ্নেষকরা বলছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে তিনশ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আসতে হবে। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেই হবে না।


গত শনিবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'বিএনপিসহ সব দলকে নিয়ে আগামী নির্বাচন হবে। আর ওই নির্বাচনে তিনশ আসনেই ইভিএমে ভোট হবে।' অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বিভিন্ন মহল থেকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। তবে ইসির হাতে এ মুহূর্তে মাত্র দেড় লাখ ইভিএম মেশিন রয়েছে। যথাযথ সংরক্ষণের অভাবে ২০ শতাংশ মেশিন অকেজো হয়ে পড়েছে। ফলে এখন যে মেশিন ইসির হাতে রয়েছে, এ দিয়ে অর্ধেক আসনেই ইভিএম ব্যবহার সম্ভব হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও