![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F81402728-ba95-4c68-b10b-7b9495734c86%252FSri_Lanka_team_arrive_in_Dhaka_____2.jpg%3Frect%3D0%252C0%252C3000%252C1688%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.0)
বাংলাদেশকে নিয়ে ‘বোকামি’ করবেন না ম্যাথুসরা
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২২, ২০:৩০
বাংলাদেশকে ‘খুবই শক্তিশালী দল’ উল্লেখ করে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, স্বাগতিকদের হালকাভাবে নেওয়ার ‘বোকামি’ করতে চান না তাঁরা। বাংলাদেশকে হারাতে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই টেস্টের সিরিজ খেলতে আজ বাংলাদেশ এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে আগামীকাল থেকেই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দেবে তারা। বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচও আছে তাদের। ১৫ মে থেকে শুরু চট্টগ্রাম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে।