মধ্যপ্রদেশে ভবনে আগুন: প্রেমে প্রত্যাখ্যাত এক যুবককে সন্দেহ

প্রথম আলো ভারত প্রকাশিত: ০৮ মে ২০২২, ১৩:২৬

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি ভবনে আগুন লেগে সাতজন নিহত হওয়ার ঘটনায় ২৭ বছর বয়সী এক যুবককে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, শুভম দীক্ষিত নামের ওই তরুণ প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর ওই পার্কিংয়ে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।


এ ঘটনায় দায়ী করে গতকাল শনিবার রাতে শুভমের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানিয়েছে।


গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে মধ্যপ্রদেশের ইন্দোরে একটি তিনতলা ভবনে আগুন লেগে সাতজনের মৃত্যু হয়। প্রথমে ভবনে পার্ক করে রাখা মোটরসাইকেল ও গাড়ি আগুনে পুড়ে যায়। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। শুক্রবার দিবাগত রাতে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। শুরুতে পুলিশ বলেছিল, প্রধান বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় শর্টসার্কিটের কারণে ভবনে আগুন ধরে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও