আসছে বাজেটে বড় রাজস্ব টার্গেট
করোনা সংকট কাটলেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতিতে নতুন শঙ্কা যোগ করেছে। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি বাড়ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে। ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে।
অর্থনীতির এমন কঠিন সময়েও আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তিন লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের বড় টার্গেট দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং অর্থনীতিবিদ আতিউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এটি একটি বিশেষ সময়ের বাজেট। কভিড থেকে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আমদানি বাড়ছে। রড-সিমেন্টের দাম বাড়ছে। ফলে প্রকল্প ব্যয় বাড়বে। ’
তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছে। তবে দেশে এখন বাড়ানো ঠিক হবে না। কৃষি খাতেও হাত দেওয়া যাবে না। তাই এবার ভর্তুকি বাড়বে। সব মিলিয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা দিতে হবে বাস্তবসম্মত। অবাস্তব লক্ষ্য দিলে তা কখনোই অর্জিত হয় না। ’