যুক্তরাষ্ট্রে এবার একাধিক ক্রিপ্টোতে বিল নেবে গুচি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২২, ১৩:৫৯

যুক্তরাষ্ট্রে নিজস্ব কয়েকটি স্টোরে ক্রিপ্টোমুদ্রার সাহায্যে অর্থ পরিশোধের সেবা আনার পরিকল্পনা করছে ‘গুচি’। এ সিদ্ধান্তে কারণে, মূলধারার ব্যবসায় ক্রিপ্টোর গ্রহনযোগ্যতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।


বিলাস সামগ্রী নির্মাতা ইতালীয় এই ব্র্যান্ড লেনদেনের নতুন সেবা কয়েকটি  ‘ফ্লাগশিপ’ দোকানে চালু করবে এ মাসের শেষ নাগাদ। এর মধ্যে রয়েছে লস এঞ্জেলেসের ‘রোডিও ড্রাইভ’ এবং নিউ ইয়র্কের ‘উস্টার স্ট্রিট’।


যেসব প্রতিষ্ঠান ভার্চুয়াল মুদ্রা গ্রহন করতে শুরু করেছে, সে তালিকায় ফ্রান্সের ‘কিরিং’ মালিকানাধীন এই নামটি নতুন সংযোজন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও