দৌলতদিয়ায় ঈদ ফেরত যাত্রীদের চাপ, দীর্ঘ জটে ভোগান্তি
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরাদের চাপে দৌলতদিয়া ঘাটের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, শুক্রবার দুপুর থেকেই ঈদ উদ্যাপন শেষে কর্মস্থলে ফেরা যাত্রী ও যানবাহনের চাপে ঘাট এলাকায় যানজট দীর্ঘ হতে শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে ২১টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে।
শনিবার সরেজমিন দেখা গেল, দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় সহস্রাধিক যানবাহনকে পদ্মা পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বাসের সংখ্যাই বেশি।
তাছাড়া দুই শতাধিক ব্যাক্তিগত গাড়ির চাপ রয়েছে। প্রতিটা যানবাহনকে দশ থেকে বারো ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।