![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/4c0s82e40a9930226cc_800C450-2205070400.jpg)
মস্কোভা যুদ্ধজাহাজ ডোবাতে সাহায্য করার কথা অস্বীকার করল যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে রাশিয়ার মিসাইল ক্রুজার মস্কোভা ডুবিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠেছে তা নাকচ করে দিয়েছে পেন্টাগন।
মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মস্কোভা যুদ্ধজাহাজকে কৃষ্ণসাগরের ওডেসা উপকূলে ডুবিয়ে ব্যাপারে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদেরকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে কোনো ধরনের সহযোগিতা করেনি।