![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021November/Medicinal-plants-2205061432.jpg)
রোগ নিরাময়ে উপকারী যেসব গাছ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৬ মে ২০২২, ২০:৩২
প্রাচীনকাল থেকেই আমাদের আশেপাশে থাকা অনেক গাছপালা, উদ্ভিদ বা তরুলতা নানা ঔষধি কাজে মানুষজন ব্যবহার করে আসছে। গ্রামাঞ্চলের মানুষজন এগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহার করে আসছে। গবেষণায়ও এগুলোর নানা গুণাগুণ দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা।
এর অনেক গাছই আমাদের ঘরের আশেপাশে, অযত্নে, অবহেলায় বড় হয়ে ওঠে। আবার সংরক্ষণের অভাবে অনেক গাছ ও উদ্ভিদ এখন হারিয়ে যেতে বসেছে।