![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fatokk-20220506202937.jpg)
জাফলংয়ে পর্যটকের ওপর হামলা, ৫ জন কারাগারে
প্রকৃতিকন্যা খ্যাত জাফলংয়ে টিকিট (প্রবেশ ফি) কাটাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার পাঁচ যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৬ মে) বিকেলে আসামিদের সিলেটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক ইয়াসমিন বেগম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যুবক গ্রেফতার
- পর্যটনকেন্দ্র