শোনা তথ্য বেশি মনে রাখতে পারেন অন্ধ মানুষেরা!
www.tbsnews.net
প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৫:১৫
সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজে সন্তুকে আমরা প্রায়ই বলতে শুনি, কাকাবাবু'র পা খোঁড়া বলে তার হাতে ভীষণ জোর। আসলে একটা বিশ্বাস প্রচলিত আছে, কোনো ব্যক্তি যদি তার বিশেষ কোনো সক্ষমতা হারান তাহলে তার অন্য সক্ষমতাগুলো আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে।
নতুন একটি গবেষণায় কিছুটা এমন ধারণাই প্রতিষ্ঠিত হলো। ওই গবেষণা অনুযায়ী, যেসব লোক অন্ধ, তারা কোনোকিছু শুনলে তা স্বাভাবিক দৃষ্টিশক্তির লোকেদের চেয়ে বেশি মনে রাখতে পারেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিনস ইউনিভার্সিটি ও দ্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আর্ভিন (ইউসি আর্ভিন)-এর বিজ্ঞানীরা এ গবেষণাটি পরিচালনা করেছেন। এতে ৪২ জন প্রাপ্তবয়স্ক মানুষকে টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তাদের মধ্যে ২০ জন ছিলেন অন্ধ, বাকি ২২ জন দৃষ্টিশক্তিসম্পন্ন হলেও তাদের চোখ বাঁধা ছিল।
- ট্যাগ:
- লাইফ
- সক্ষমতা
- দৃষ্টিশক্তি