কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত নেমেছে ৪ জনে

বিডি নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ০৫ মে ২০২২, ১৫:১৮

গত একদিনে দেশের ৬৪ জেলার মধ্যে কেবল দুই জেলায় চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।


বাংলাদেশে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল সেই মহামারীর শুরুর দিকে, ২০২০ সালের ২ এপ্রিল, সেদিন দুজন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


ঈদের ছুটির মধ্যে শনাক্তের হারও নেমে এসেছে শুন্য দশমিক ২০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় কোভিডে নতুন কারও মৃত্যুর খবরও আসেনি।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষা করে ওই চারজন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন কক্সবাজার জেলার বাসিন্দা। দেশের বাকি ৬২ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।


নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ১৮ শতাংশে। আগের দিন এই হার শূন্য দশমিক ৬০ শতাংশ ছিল।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও