উচ্চ শব্দে গান বাজনা : মীরের কৌশলি প্রতিবাদ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ মে ২০২২, ১১:২৯
প্রতিবাদের ভাষা যে এমনও হতে পারে, তা আবারও বুঝিয়ে দিলেন সঞ্চালক ও অভিনেতা কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। মজার মাধ্যমেও যে গুরুতর বিষয়কে চোখে আঙুল দিয়ে দেখানো যায়, তাও বুঝিয়ে দিলেন তিনি।
সম্প্রতি মীর তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, তার বাড়ির ঠিক সামনে খুব উচ্চ শব্দে গান বাজাচ্ছে পাশাপাশি দুই এলাকার তরুণরা।
ভিডিওটি শেয়ার করে মীর জানান, ‘গত ২৪ ঘণ্টায় যেভাবে গান বাজছে তাতে কানে কম শুনছি। তিনদিনের এই ঈদ উদযাপনের পরে আমি একেবারেই কানে শুনতে পাব না।’
ফেসবুকে মীর আরও জানান, ‘না না না। ওদের কোনো দোষ নেই। ওরা শুধু একটা মজার গেম খেলছে! আসুন সবার জন্য নিবেদন করি এক অনবদ্য গেম শো যেখানে পাশাপাশি দুটো পাড়ার দুই ‘বিশ্বচ্যাম্পিয়ন ডিজে’ তাদের সঙ্গীত প্রতিভা জাহির করার চেষ্টা করছে।’
- ট্যাগ:
- বিনোদন
- প্রতিবাদ
- উচ্চশব্দ
- মীর আফসার আলী