যুদ্ধের মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালাল রাশিয়া
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলছে বেশ জোর গতিতেই। তবে যুদ্ধের প্রাথমিক পরিকল্পনা থেকে বেরিয়ে রাশিয়ার মূল মনোযোগ এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে। মস্কোর এই পদক্ষেপে যুদ্ধ বন্ধের ক্ষীণ আশা জেগে উঠলেও রাশিয়ার সর্ব-সাম্প্রতিক কর্মকাণ্ডে উত্তেজনা বাড়তে চলেছে আরও।
মূলত ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলার মহড়া চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়া নিজেই সামনে এনেছে এই তথ্য। বৃহস্পতিবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।