
Relationship Tips: এক তরফেই ভালোবাসা? নিজের ভালো চান তো এই টিপস জানুন
eisamay.com
প্রকাশিত: ০৫ মে ২০২২, ১০:৪৭
ভালোবাসা এক কঠিন জায়গা। এই রণ প্রাঙ্গণে জেতা হারা সবই লেগে থাকে। তাই এই নিয়ে বেশি মাথা খারাপ করে লাভ নেই। তবে অনেকেই এই বিষয়টি বুঝতে পারেন না। তাই তাঁরা বছরের পর বছর একজনের পিছনেও কাটিয়ে দেন জীবন। যেন ওই মানুষটিকে ছাড়া তাঁর জীবন একটুও এগবে না। এবার এমন ধারণা কিন্তু নিজের জীবনের উপরই তৈরি করে সমস্যা। তাই এই মানুষগুলিকে অবশ্যই হয়ে যেতে সাবধান।
আসলে ভালোবাসা (Love) হল দুই তরফের অনুভূতি। এক পক্ষ চাইল, অন্য পক্ষ না চাইলে কিন্তু তা ভালোবাসা নয়। এটা হল এক পক্ষের পছন্দ (One Sided Love)। এবার এই অনুভূতিরই পোশাকি নাম হল এক তরফে ভালোবাসা। এক তরফে ভালোবাসার ক্ষেত্রে অন্য পক্ষের মানুষের হ্যাঁ থাকে না। তবুও ভালোবাসতে চাওয়া মানুষটি চেষ্টা করে যান অন্য মানুষটির মন পাওয়ার জন্য।