You have reached your daily news limit

Please log in to continue


টাইলস দিয়ে যায় চেনা

ঘরের দেয়াল সাজাতে প্রাচীনকাল থেকেই পোড়ামাটির ফলকের চল ছিল। সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দেয়ালের স্থায়িত্বও বৃদ্ধি করত সেই ফলক। অনেক ঐতিহাসিকের মতে, এক হাজার খ্রিষ্টপূর্বাব্দেও শুধু পোড়ামাটির ফলক নয়, সিরামিক টাইলসের চল ছিল। যদিও সেগুলোর আকার, আকৃতি, নকশা ছিল ভিন্ন। মিসর এবং চীনের প্রাচীন সভ্যতাগুলোতেও সিরামিক টাইলস ব্যবহারের নিদর্শন পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা।

বর্তমান সময়ে সিরামিক টাইলস তৈরি ও ব্যবহার প্রাচীন সময় থেকে বেশ আলাদা। শুরুর দিকে টাইলস বলতে শুধু বাড়ির ছাদে ব্যবহৃত খটখটে মাটির ফলককেই বোঝাত। হাতে তৈরি সেসব টাইলস শিল্পকর্ম হিসেবে আজও বিশ্বজুড়ে সমাদৃত। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে টাইলসের গুণগত মান। নকশায়ও এসেছে ভিন্নতা। সর্বাধুনিক ন্যানো টেকনোলজি ব্যবহার করেও এখন তৈরি হচ্ছে টাইলস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন