কম জায়গায় ভালো বাড়ি বানাবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২২, ১৭:০৩

একটি ছোট ঘর। ঘরের একটি কোনা রান্নাঘরের মতো বানিয়ে সেখানেই সেরে ফেলা হয় রান্না। ওপরের ছাদে একটুখানি ছিদ্র। সেটিই ঘরের একমাত্র জানালা। সেখান থেকে প্রায়ই আকাশ ঢুকে পড়ে ঘরে। সেই ঘরেই সাত বছর ধরে আটকে রাখা হয়েছে জয় নিউসামকে। সেই ঘরেই জন্ম নেয় জয়ের ছেলে জ্যাক।


সেখানেই কেটে যায় সেই শিশুর প্রথম পাঁচ বছর। তাতে অবশ্য জ্যাকের বিশেষ অসুবিধা হয়নি। কেননা, সে জন্মেই দেখছে এই ঘর। বাইরের বিশ্ব দেখার আগপর্যন্ত সেই ঘরই তার বাড়ি, সমস্ত পৃথিবী। ঘর আর বাকি বিশ্বের সঙ্গে মা–ছেলের যোগাযোগ হয় ছাদের ওই ছোট্ট ফাঁক দিয়ে। রুম (২০১৫) নামের এই সিনেমায় জ্যাকের মা ‘জয়’–এর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে ক্যারিয়ারের একমাত্র অস্কারটি জিতে নেন ব্রি লারসন। সিনেমাটি যদি আপনি দেখে থাকেন, তাহলে এতক্ষণে বুঝে ফেলেছেন, কেন আর কীভাবে রুম নামের সিনেমাটি এই আলাপে প্রাসঙ্গিক হয়ে উঠল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও