কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেনাল্টি না পাওয়ায় রাগে ফুঁসছেন ভিয়ারিয়াল সভাপতি

প্রথম আলো প্রকাশিত: ০৪ মে ২০২২, ১১:২৬

লা সেরামিকায় শেষ বাঁশির পর ভিয়ারিয়ালের সমর্থক ও খেলোয়াড়দের প্রতি করতালি দেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে ১৬তম বার্নলির চেয়েও কম বাজেটের একটা দল, তাঁরাই কী না কাঁপিয়ে দিয়েছিল লিভারপুলকে!


অবশ্য কাল রাতে ফিরতি লেগে ৩-২ গোলের হারে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে পড়ার পর ভিয়ারিয়ালের খেলোয়াড়দের মাথা উঁচু রাখতে বলছেন অনেকেই। তা হয়তো থাকবেও, কিন্তু ক্লাবটির সভাপতি ফার্নান্দো রোইগ রাগে ফুঁসছেন। তাঁর সমস্ত ক্ষোভ রেফারির প্রতি।


ম্যাচের ফল আগে বলে রাখা ভালো। ঘরের মাঠে প্রথম লেগ ২-০ গোলে জিতেছিল লিভারপুল। তারপর ভিয়ারিয়াল ফিরতি লেগে নিজেদের মাঠে প্রথমার্ধে প্রত্যাবর্তনের গল্প লিখে ২-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর তিন গোল করে প্রত্যাবর্তনের আরও নির্মম গল্প লেখার পাশাপাশি ফাইনালের দেখাও পেয়ে যায় লিভারপুল।


এমন হারে স্বাভাবিকভাবেই কষ্ট লাগার কথা ভিয়ারিয়ালের খেলোয়াড় থেকে সমর্থকদের। তবে ম্যাচের একটি মুহূর্তে রেফারির নেওয়া এক সিদ্ধান্তের জন্য ভিয়ারিয়াল সভাপতি মনে করেন, এমন ম্যাচ পরিচালনার কোনো যোগ্যতাই নেই রেফারির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও