You have reached your daily news limit

Please log in to continue


IPL 2022: ন’ম্যাচ পরে কি সঠিক দল বাছতে পারল কলকাতা? কী বলছেন দলের ব্যাটার

টানা পাঁচ ম্যাচে হারের পরে অবশেষে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রয়েছেন শ্রেয়স আয়াররা। এ বারের আইপিএলে নিজেদের প্রথম একাদশে সব থেকে বেশি বদল করেছে কলকাতা। রাজস্থানের বিরুদ্ধেও দলে এসেছেন শিবম মাভি ও অনুকুল রায়। অবশেষে কি তবে সঠিক দল বেছে নিতে পারল নাইট রাইডার্স?

কী বলছেন দলের ব্যাটার নীতীশ রানা? রাজস্থানের বিরুদ্ধে ৩৭ বলে ৪৮ রান করেন নীতীশ। রিঙ্কু সিংহের সঙ্গে মিলে দলকে জেতান তিনি। ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘এত দিনে মনে হচ্ছে আমরা সঠিক একাদশ পেয়ে গিয়েছি। বড় ক্রিকেটারদের ছাড়া যে ভাবে আমরা সহজে জিতলাম তাতে এটা পরিষ্কার যে আমাদের প্রথম একাদশ তৈরি। এই জয়ে সবাই অবদান রেখেছে। দল হিসাবে জিতেছি।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন