ঈদুল ফিতরের মাহাত্ম্য

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ মে ২০২২, ০৬:২৯

ঈদ অর্থ আনন্দ, উৎসব। ফিতর অর্থ ভাঙা বা খোলা। ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙা বা খোলার আনন্দ। দীর্ঘ এক মাস দিবসে রোজা রেখে ঈদুল ফিতরের দিন ফজর থেকে রোজা খোলার আনন্দ পেতেই ইসলাম ঈদুল ফিতরের ব্যবস্থা করেছে।


যেমনটি রাসুল (সা.) ঘোষণা করেছেন, আবু হুরায়রা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সিয়াম পালনকারীদের জন্য দুটি আনন্দ আছে। এর মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে। একটি হলো যখন সে ইফতার করে তখন ইফতারির মাধ্যমে আনন্দ পায় (ঈদের মাধ্যমেও) আর দ্বিতীয়টি হলো যখন সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে তখন সে তার সিয়ামের জন্য আনন্দিত হবে। (মুসলিম, হাদিস : ২৫৯৬)


ফলে এদিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। কারণ এদিন সবাই মহান রাব্বুল আলামিনের মেহমান হয়ে থাকে। এদিনে রোজা রাখার অর্থ হলো, আল্লাহর মেহমানদারি গ্রহণ না করে পৃষ্ঠ প্রদর্শন করা। এ জন্য নবীজি সা. বলেন, এদিন কোনো রোজা নেই। (বুখারি, হাদিস : ১৮৬৪)


আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদের মধ্যে রোজাদারদের নিয়ে গর্ব করে বলেন, ‘হে ফেরেশতারা, আমার কর্তব্যপরায়ণ প্রেমিক বান্দার বিনিময় কী হতে পারে?’ ফেরেশতারা বলেন, ‘হে প্রভু, পূর্ণরূপে পুরস্কার দান করাই তো তার প্রতিদান। ’  আল্লাহ বলেন, ‘আমার বান্দারা তাদের ওপর অর্পিত দায়িত্ব (রোজা) পালন করেছে। অতঃপর দোয়া করতে করতে ঈদগাহে গমন করেছে। সুতরাং আমার মর্যাদা, সম্মান, দয়া ও বড়ত্বের কসম, আমি তাদের দোয়া কবুল করব এবং তাদের মাফ করে দেব। ’ (শুআবুল ঈমান, ৩৭১৭, মিশকাত : ২০৯৬)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে