চেলসিতে এলেই কী হয়ে যায় লুকাকুর?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ মে ২০২২, ১৭:৪০

রোমেলু লুকাকু, বেলজিয়ান এই স্ট্রাইকার পেশাদার ক্যারিয়ারে যেখানেই গিয়েছেন গোলের বন্যা বইয়ে দিয়েছেন। অ্যান্ডারলেখট, এভারটন, ইন্টার মিলানে তো প্রতিপক্ষের গোলমুখে স্রেফ আতঙ্ক ছড়িয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা খুব ভালো না গেলেও সে সময় জোসে মরিনহোর আস্থাভাজন ছিলেন, মোটামুটি গোলও পাচ্ছিলেন। কিন্তু চেলসির জার্সি গায়ে চড়ালেই যেন কি হয়ে তার! কোন এক অজানা কারণে চেলসিতে এলেই গোল পাওয়া তো বন্ধ হয়ে যায়ই, মূল একাদশে জায়গাটা পর্যন্ত হারাতে হয়।


এই যেমন গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে কী অসাধারণ একটা মৌসুম কাটালেন। আন্তোনিও কন্তের অধীনে মিলানে রীতিমত উড়ছিলেন তিনি, দলকে লিগ জিতিয়েছেন, ৪৪ ম্যাচে ৩০ গোল করেছিলেন। তার আগের মৌসুমেও ইন্টারের হয়ে ত্রিশের বেশি গোল পেয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও