কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাত্রকে চাকরির প্রস্তাব দিলেন কম্পানির মালিক পাত্রী! তারপর ...

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ মে ২০২২, ১৫:৪৮

বিয়ের জন্য মেয়ের কাছে পাত্রের ব্যক্তিগত তথ্য পাঠিয়েছিলেন বাবা। জবাবে মেয়ে  ওই পাত্রের জীবন বৃত্তান্ত চেয়ে বসেন। এমনকি সরাসরি পাত্রকে প্রস্তাব দেন, তার সংস্থায় এসে চাকরি করার। পাত্রের কাজের অভিজ্ঞতা রীতি মতো আকর্ষক।


 








 


ভারতের বেঙ্গালুরুর ওই পাত্রীর নাম উদিতা পাল। তিনি একটি স্টার্টআপ সংস্থার মালিক। তার সংস্থা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ করে। গত কয়েক দিন ধরেই কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছিল উদিতার সংস্থায়। এর মধ্যেই তাকে সম্ভাব্য পাত্রের প্রোফাইল পাঠান তার বাবা। তার পরই কাণ্ডটি ঘটে।


ঘটনাটির কথা টুইটারে জানিয়েছেন উদিতা। সঙ্গে বাবার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথোপকথনের একটি স্ক্রিনশটও দিয়েছেন। সেই স্ক্রিনশটে স্পষ্ট, সম্ভাব্য পাত্রের কাছে চাকরির জন্য জীবনবৃত্তান্ত চেয়ে পাঠানোর পরই হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বাবা এবং মেয়ের। পুরো ঘটনা দেখে নেটিজনরাও হতবাক।


অবশ্য বাবার কাছে দুঃখ প্রকাশ করেছেন উদিতা। তবে তাতে লাভ হয়নি। উদিতা জানিয়েছেন, কথোপকথনের পর বিয়ের সাইট থেকে উদিতার প্রোফাইলটি মুছে দিয়েছেন তার বাবা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত