চারদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার দেড় লক্ষাধিক, টোল ১১ কোটি ৭০ লাখ

ঢাকা টাইমস বঙ্গবন্ধু সেতু প্রকাশিত: ০২ মে ২০২২, ১৩:৪১

ঈদযাত্রার চারদিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ৫৩ হাজার ৩২৭টি যানবাহন পার হয়েছে। ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১১ কোটি ৭০ লাখ ২০ হাজার ৭৫০ টাকা।


বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়।


বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যানবাহন পারাপার হয়েছে ৩৪ হাজার ১৩৭টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। ঢাকাগামী যানবাহন পারাপার হয় ১০ হাজার ৩০টি। এতে টোল আদায় হয় ৭৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। উত্তরবঙ্গগামী ২৪ হাজার ১০৭টি যানবাহন পারাপারে এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৫১ হাজার ৩০০ টাকা।


বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হযেছে। এসব গাড়ি থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা। এ সময়ে ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।


এর আগে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত পার হওয়া ৪২ হাজার ১৯৯টি যানবাহন থেকে তিন কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা টোল আদায় হয়। এর ফলে এ সেতু দিয়ে টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন হয় বলে জানায় কর্তৃপক্ষ।


বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি যানবাহন পারাপার হয়। যা থেকে টোল আদায় হয় এক কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা। এর মধ্যে ঢাকাগামী পরিবহন ১৬ হাজার ৪১৮টি। এসব যানবাহনে টোল আদায়ের পরিমাণ এক কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও