নেতৃত্বের ভারে কাবু জাদেজা, ত্রাতা সেই ধোনি
নতুন অধিনায়কের নেতৃত্বে যেন কোনো দিশা পাচ্ছিল না চেন্নাই সুপার কিংস। আইপিএলের দ্বিতীয় সফলতম দলটিই কিনা পড়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে! দলের ছিল দুর্দশা, অধিনায়ক নিজেও খুঁজে ফিরছিলেন নিজেকে। চরম বিপদে আবারও উদ্ধারকর্তা পুরনো ও পরীক্ষিত সেই নেতা। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে ফিরতেই জয়ের পথে ফিরল চেন্নাই।
আইপিএলের সেই শুরুর আসর থেকেই চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি এবার অধিনায়কত্ব তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। নতুন দায়িত্বে যেন অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকেন এই অলরাউন্ডার। প্রথম ৮ ম্যাচে স্রেফ দুটি জিততে পারে চেন্নাই। বরাবরই যিনি ধারাবাহিক পারফর্মার, সেই জাদেজা নিজের ফর্মও হারিয়ে ফেলেন।
শেষ পর্যন্ত আবার ধোনিকেই নেতৃত্বে ফিরতে অনুরোধ করেন জাদেজা। এই ৪০ বছর বয়সে আবার অধিনায়কত্বে ফেরেন ধোনি। তার নতুন দফার নেতৃত্বের প্রথম ম্যাচে রোববার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাই।
ম্যাচের পর ধোনি বললেন, শুরুতে একটু সহায়তা করলেও পরে তিনি জাদেজার নেতৃত্বে খুব একটা হস্তক্ষেপ করেননি।