তাঁর আমলেই ট্যাক্স কার্ড চালু হয়
বাংলাদেশের অগ্রগতির সময়টাতে আবুল মাল আবদুল মুহিত দীর্ঘ সময়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। এ সময় আমাদের অর্থনীতিতে এসেছে নানামুখী চ্যালেঞ্জ। সরাসরি এসব সামলেছেন তিনিই। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন সফলতার সঙ্গে। যে সময়ে তিনি অবসরে গেলেন, তত দিনে বাংলাদেশের অর্থনীতি একটা মজবুত ভিত্তিতে চলে গেছে।
বড় বাজেটের রূপকার এই অর্থমন্ত্রী, মানুষ হিসেবে ছিলেন সোজাসাপটা। তিনি যেটা যেভাবে ভাবতেন, সেভাবেই বলে দিতেন। ব্যবসায়ীদের সঙ্গে তাঁর কথাবার্তা হতো আরও খোলামেলা। সহজেই তাঁর কাছে অভাব-অভিযোগের সঙ্গে আবদারের কথাও বলতে পারতেন ব্যবসায়ীরা। সহজেই তাঁকে পাওয়া যেত। যেটা ব্যবসায়ীদের অনেক কাজকে সহজ করে দিত।