You have reached your daily news limit

Please log in to continue


গরমে ঈদ, যেভাবে সাজবেন

গরমের সময়ে ঈদ। তাই বলে তো না সেজে বসে থাকা চলবে না! ঈদ মানেই আনন্দ। আর আনন্দের এমন দিনে সবাই চায় নিজেকে যেন দেখতে সুন্দর লাগে। কিন্তু গরমের কারণে আপনার সাজ নষ্ট হয়ে গেলে দেখতে সুন্দর তো লাগবেই না উল্টো আরও অস্বস্তিতে পড়তে হবে। এসময় কোন সাজে সুন্দর ও সতেজ লাগবে তা জানা জরুরি। ঈদের সাজে আপনাকে যেন সতেজ ও প্রাণবন্ত লাগে, সেজন্য সাজের সময় এই দিকগুলোয় খেয়াল রাখতে হবে-

মেকআপের ধরন
গরমের সময় মেকআপের ধরনের দিকে খেয়াল রাখবেন। কারণ এসময় মুখের মেকআপ ধরে রাখা কষ্টকর। গরমে মেকআপ করার আগে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এরপর ব্যবহার করুন ময়েশ্চারাইজার। কিছুক্ষণ অপেক্ষা করে ব্যবহার করুন বিবি ক্রিম বা ফাউন্ডেশন। এতে মেকআপ সহজেই বসবে। ফাউন্ডেশন যেন ভালোভাবে ব্লেন্ড হয় সেদিকে খেয়াল রাখবেন। এতে আপনাকে সতেজ ও প্রাণবন্ত লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন