শিশুর জন্মগত ত্রুটির প্রতিকার
প্রথম আলো
প্রকাশিত: ০১ মে ২০২২, ১৩:০৮
আনন্দ, শান্তি, আর ভয়ের একটা মিশ্র অনুভূতি নিয়ে অস্ত্রোপচার কক্ষে অপেক্ষা করছে নীলা। আজ তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। কিছুক্ষণ পরই সিজার হবে নীলার।
বিয়ের পর দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেছে। কিন্তু অজানা কারণে কিছুতেই বাচ্চা আসছিল না নীলা আর আকরামের সংসারে। কত টেনশন, কত প্রতীক্ষা!
কিন্তু এবার একসঙ্গে যমজ বাচ্চা হওয়ার কথা! সবাই খুব খুশি তাই। বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছে নীলার স্বামী আকরাম। দুটি বাচ্চা একসঙ্গে জন্মাবে বলে কথা। কত অপেক্ষা বাচ্চাদের জন্য।
যমজ বাচ্চা জন্মও নিল একে একে তিন মিনিটের ব্যবধানে। দুটো মেয়ে। জন্মের পরই তাদের নিয়ে যাওয়া হলো নবজাতক শিশুদের জন্য নির্ধারিত স্থানে। কিন্তু একি বললেন নবজাতক বিশেষজ্ঞ! গম্ভীর মুখে তিনি আকরামের সঙ্গে কথা বললেন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- প্রতিকার
- জন্মগত ত্রুটি