কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যেভাবে জাকাতের হিসাব করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ০১ মে ২০২২, ১৩:০০

জাকাত ইসলামী শরিয়তের অন্যতম একটি স্তম্ভ ও ফরজ বিধান। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদত হলো সালাত ও জাকাত। জাকাতের অর্থ বিশুদ্ধ বা পবিত্রকরণ। জাকাত দিলে আপনার সম্পদ পরিশুদ্ধ হয়।


লোভীদের কুদৃষ্টি ও আল্লাহর গজব থেকে নিরাপদ হয়। জাকাতের যথাযথ প্রয়োগে সামাজিক বন্ধন ও নিরাপত্তাবলয় সুদৃঢ় হয়।


মনে রাখতে হবে, আপনি যখন ১০০ টাকা আয় করেন, তখন এর পুরোটার মালিক আপনি হতে পারেন না। আপনার এই ১০০ টাকায় গরিবের আড়াই টাকা থাকে। এই আড়াই টাকা হকদারকে দিলে আপনার বাকি টাকা বিশুদ্ধ হয়। রাষ্ট্রের কর না দিলে যেমন আপনার উপার্জিত সাদা টাকা কালো হয়ে যায়, তেমনি জাকাত না দিলে আপনার সম্পদ অপবিত্র হয়ে যায়।


কোরআন মাজিদে বহু স্থানে সালাত-জাকাতের আদেশ করা হয়েছে এবং আল্লাহর অনুগত বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত ও মাগফিরাতের পাশাপাশি আত্মশুদ্ধিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে, তা আল্লাহর নিকটে পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। ’ (সুরা : বাকারা, আয়াত : ১১০)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে