কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শতভাগ কারখানায় বেতন-বোনাস পরিশোধিত: বিজিএমইএ

সমকাল প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২, ১৭:০২

শতভাগ পোশাক কারখানায় বোনাস এবং এপ্রিল মাসের মজুরি অগ্রিম পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিমেইএ। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরের মধ্যে সব কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।


বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এলাকাভিত্তিকভাবে ভিন্ন ভিন্ন তারিখে কারখানা ছুটি দেওয়ার ব্যবস্থা করেছেন তারা। গত বুধবার থেকে শ্রমিকদের ছুটি দেওয়া শুরু হয়। এর ফলে এবার মহাসড়কগুলোতে অন্যান্য বারের মতো ট্রাফিক জ্যাম নেই।


বেতন বোনাস পরিশোধের সুবিধায় ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা এবং আমদানি রপ্তানি নির্বিঘ্নে রাখার সুবিধায় কাস্টমস হাউজ এবং শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্তের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের  প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিজিএমইএ।


শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, শ্রমিকরা বেতন বোনাস যথারীতি পেয়েছেন। এ কারণে কোথাও কোনো অসন্তোষ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও