মেহেদির রঙ গাঢ় করার কৌশল
ঈদের সঙ্গে মেহেদির সম্পর্ক সেই আদ্যিকালের। ঈদের আগের দিন মেহেদি নিয়ে ছোটাছুটি শিশু থেকে শুরু করে বড়রাও করে। বাসায় যে সবচেয়ে ভালো মেহেদি দেয় তার কাছেই ভিড় লেগে থাকে। ঈদের আমেজের সিংহভাগ জুড়েই থাকে মেহেদি এবং হাতে তার গাঢ় রঙের চিন্তা।
মেহেদি তো আমরা মোটামুটি সবাই দেই। তবে অনেক বিষয় অজানা থাকে বলে মেহেদির আশানুরূপ রঙ পাওয়া যায় না। ফলে কষ্ট করে মেহেদি দিলেও ঈদের দিন তা স্পষ্ট দেখা যায় না। তাই কিছু বিষয় মাথায় রাখলে মেহেদির রঙ পাবেন গাঢ় লাল।
মেহেদি নির্বাচন
মেহেদি নির্বাচন করার সময় প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ মেহেদি নির্বাচন করতে হবে। তবে এ ধরনের মেহেদি প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ হওয়ার কারণে রঙ হতে সামান্য দেরি হয়। তবে সঠিকভাবে ব্যবহার করলে সেই রঙ টিকে থাকে পুরো ঈদের সপ্তাহ জুড়ে। মেহেদি মোটাদাগে টিউব ও কোন ২ ধরনের পাওয়া যায়। টিউব মেহেদি দিতে হাতে ব্যথা পেতে পারেন। তাই অবশ্যই কোন মেহেদি বাছাই করে নিন।