ঈদে সালোয়ার কামিজের যে নকশা চলবে

প্রথম আলো প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ২১:২৮

প্রতিবছরই ঈদকে ঘিরে পোশাকে তৈরি হয় নতুন নতুন ধারা। সালোয়ার–কামিজেই বেশি বৈচিত্র্য চোখে পড়ে। বাজার ঘুরে দেখা গেল, এ বছর একক কোনো ছাঁট নয়, কামিজে চলছে নানা কাটের রাজত্ব। আনারকলি ছাঁটের ঘের দেওয়া কামিজ যেমন চলছে, তেমনি আবার এক ছাঁটও কম যাচ্ছে না। আছে উঁচুনিচু কাটও। ঢিলেঢালা ভাবের পাশাপাশি আঁটসাঁট ছাঁট দুটোই থাকছে এ বছর।


যেহেতু ঈদ হচ্ছে গরমে, তাই উপাদান, রং, নকশা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আরামের বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে, এমনটাই বলছিলেন কে–ক্র্যাফটের স্বত্বাধিকারী খালেদ মাহমুদ খান। ভারী নকশার কামিজের চেয়ে হালকা নকশাই ক্রেতারা বেশি বেছে নিচ্ছেন। পাশাপাশি নকশাহীন আরামদায়ক কাপড়ের আনারকলি ছাঁটের কামিজ যেন হয়ে উঠছে এই বছরের নতুন ট্রেন্ড।


রঙের ক্ষেত্রে এ বছর হালকা রং বেছে নেওয়া হয়েছে। বেশি গুরুত্ব পেয়েছে সাদা। পাশাপাশি হালকা গোলাপি (লাইট পিংক), পিচ, কমলার (অরেঞ্জ) মতো রঙে রাঙিয়েছে পোশাকের জমিন, বলছিলেন ডিজাইনার সাফিয়া সাথি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও