কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Life Hacks Ideas: রূপটান সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে? ফেলে না দিয়ে ব্যবহার করুন অন্য ভাবে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১৮:৪৮

রূপটান করতে ভালবাসেন না এমন মহিলা কমই আছেন। অনলাইনে ছাড় পেলেই কিনতে থাকেন একটার পর একটা রূপটানের সামাগ্রী? নামী-দামি প্রসাধনীগুলি কিনতে পকেটে বেশ চাপ পড়ে। শখ করে রূপটানের সমাগ্রীগুলি কিনলেও অনেক ক্ষেত্রেই আমারা তা নিয়মিত ব্যবহার করি না।


আর সেগুলির যখন মেয়াদ উত্তীর্ণ যায় তখন আর আফশোসের শেষ থাকে না!তবে সামান্য বুদ্ধি খাটালেই এই মেয়াদ উত্তীর্ণ মেকআপের সামগ্রীগুলি পুনরায় ব্যবহার করতে পারেন। ভাবছেন এটা কী করে সম্ভব?১) আইশ্যাডো: কেনার সময় হরেক রঙের আইস্যাডো কিনলেও রূপটানের সময় আমরা কিছু নির্দিষ্ট রং ছাড়া ব্যবহার করি না। ফলে সেগুলির অপচয় হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও আপনি সেই আইশ্যাডোগুলি ব্যবহার করতে পারেন। স্বচ্ছ রঙের নেলপলিশ কিনে নিয়ে পছন্দের রঙের আইশ্যাডো গুঁড়ো করে মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে ব্যবহারযোগ্য নেলপলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও